কর্নেল অলির‘জাতীয় মুক্তি মঞ্চ’

0

সিটি নিউজ ডেস্ক : ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন প্লাটফর্মের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অলি আহমদ জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি ছাড়াও জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যুতে সোচ্চার থাকবে জাতীয় মুক্তি মঞ্চ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৭১ সালের জামায়াতে ইসলামী আর ২০১৯ সালে দলটির নেতাকর্মীরা এক নন। আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে এগোতে চাই। জাতির মধ্যে কোনো বিভক্তি চাই না।’

২০ দলের বাইরে এ জোট কিনা এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘২০ দলতো আছেই, থাকবে। বিএনপি মূল দল, তাদের ড. কামাল হোসেনের সঙ্গেও তো জোট আছে।’

জাতীয় মুক্তি মঞ্চে কারা থাকছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, আমার পাশে কারা বসে আছেন। আপাতত এরাই এই মঞ্চে থাকছেন। ভবিষ্যতে পরিধি বাড়বে।’

সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি গোলাম মওলা রনি, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের আহম্মেদ আলী তাহের, ডেমোক্রেটিক ন্যাশনাল মুভমেন্টের মুহিব খান, এলডিপি’র সাধারণ সম্পাদক রেদোয়ান আহম্মেদ, যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল কর্নেল অলির হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.