গুজব আলোচনায় শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলবে

0

বোয়ালখালী প্রতিনিধিঃ শিক্ষার্থীদের হৃদয়ে দায়িত্ববোধ জাগানোর পাশাপাশি সচেতন করার গুরুদায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের। গুজব আলোচনায় শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলতে পারে, তাই গুজবে কান না দিয়ে ছেলেমেয়েদের পাঠ শেখানোয় মনোযোগ দিতে হবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় আলোকিত মানুষ।

আজ ২৭ জুলাই শনিবার বিকেলে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. বদিউজ্জামান। এতে সহকারি শিক্ষক সাইয়েদ মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রণজিৎ বিকাশ চৌধুরী, অভিভাবক সদস্য আলহাজ্ব আহমদ নবী, নুরুল আবছার, ওমর সেলিম, জফুর আলম, শিক্ষক দিদারুল আলম, জামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, নুরুল হুদা, মৌলানা ইমাম হোসেন, লিপি রাণী বণিক, অভিভাবক মো. সোলাইমান, ইয়াছমিন আক্তার, আবুল কাশেম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.