বিএসএমএমইউতে দাঁতের চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএসএমএমইউতে দাঁতের চিকিৎসা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসকরা তাকে দেখলেন ।

আজ শনিবার (২৭ জুলাই) বেলা দেড়টার পর কড়া পাহারায় তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় শ’ খানেক গজ দূরের আরেকটি ব্লকে দন্ত বিভাগে। পরে বেলা সোয়া ২টার দিকে তাকে ফিরিয়ে নেওয়া হয় কেবিন ব্লকে।

বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, খালেদা জিয়াকে হাসপাতালের দন্ত বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে আধঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়।

বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান অসুস্থ খালেদা জিয়াকে দেখেছেন। তবে তার কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। পরে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে আবারও কেবিনে নিয়ে যাওয়া হয়।

গত ১ এপ্রিলে খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.