চিলিতে ফের ভূমিকম্প

0

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র পাঁচদিনের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৩ বলে জানিয়েছে মাকির্ন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস।

সোমবারের (২১ সেপ্টেম্বর) এ ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতা।

ইলাপেল থেকে ৫২ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটিতে ৮.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতের পর দফায় দফায় ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে সুনামি সর্তকতা জারি করা হয়।

ভূমিকম্পের আঘাতে ওই সময় দেশটিতে ১২ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বেশ কয়েকজন আহতসহ অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫শ’ মানুষের প্রাণহানি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.