‘ঈদে যানজটমুক্ত থাকবে মহাসড়ক’

0

সিটিনিউজবিডি : ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ শতভাগ কমানোর চ্যালঞ্জ সরকার গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে যাত্রীরা যাতে করে নিরাপদে বাড়ি যেতে পারেন এটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

সোমবার দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এবছর অতি বৃষ্টি ও অতি বর্ষণের ফলে রাস্তা ৬ বার সংস্কার করা হয়েছে। কিন্তু এরপরও বৃষ্টির জলে রাস্তা ধুয়ে গেছে। আর তাই আমরা রাস্তা বারবার সংস্কার করেছি। এমনকি অনেক রাস্তা ৬ বার পর্যন্তও ঠিক করা হয়েছে। এখনও আমরা সংস্কার করেই যাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘এবার ঈদে মহাসড়কে যানজট হবে না। তবে গাড়ীর গতি কম হতে পারে। কারণ পশুবাহী শত শত গাড়ী আসার কারণে মহাসড়কে গাড়ী ধীরে চলছে।’ আগামীকাল থেকে মহাসড়কগুলো কোনো যানজট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গাড়ী চালকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা গাড়ী ওভার লোড, ওভার টেকিং এবং ওভার স্পিডে চালাবেন না।’

‘মহাসড়কে লাশের মিছিল’- গত ঈদে গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এবার কোরবানি ঈদ শেষে যাতে আপনাদের এই সংবাদ শুনতে না হয়, সে কারণে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.