এবার হজযাত্রা হয়েছে নির্বিগ্নঃ ধর্ম প্রতিমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, এ বছর ইতিহাসের শ্রেষ্ঠতম হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এবার কোনো হজযাত্রীর চোখের পানি পড়েনি। এটি সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার কারণে।

আজ রবিবার (৪ আগষ্ট) দুপুরে হজ কার্যক্রম-২০১৯ এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ইতিহাসে এবারই প্রথম হজযাত্রীদের সুবিধার্থে ১০ হাজার টাকা বিমান ভাড়া কমানো হয়েছে। অন্য বছরের তুলনায় সার্বিক বিবেচনায় এ বছর হজের ব্যয় বাড়েনি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এ বছর কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭২টি ফ্লাইটে ৬৩ হাজার ৯ এবং সৌদি এয়ারলাইন্সের ১৭০টি ফ্লাইটে ৫৬ হাজার ৮৯১ হজযাত্রী পরিবহন করেছে।

তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাদের রয়েছে তারা সবাই হজে যেতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

এ বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.