উদ্বেগ উৎকন্ঠায় নাকাল দেশের মানুষ

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামবাসী ভাল নেই। একদিকে জোয়ারের পানিত, অন্যদিকে বৃষ্টির পানি নগরীতে জলাবদ্ধতা ও জলজটের পাশাপাশি সৃষ্টি হয়েছে গুজব।

গনপিটুনি, ছেরেধরা সন্দেহে নিরীহ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, প্রকাশ্যে কুপিয়ে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত, ঋণখেলাপিদের দৌরাত্ব, শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনসহ নানা সমস্যা, উদ্ভট ঘটনা ও উপদ্রপ ঘটে চলেছে।

নানামুখী সংকটে নাকাল দেশবাসীর মতো চট্টগ্রামের মানুষ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নিন্ম ও মধ্য আয়ের মানুসের যাপিত জীবনকে করে তুলেছে কষ্টসাধ্য। এর মধ্যে ডেঙ্গ আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যু। মধ্যযুগীয় বর্বর আর প্রকাশ্যে মানুষকে পিটিয়ে চলছে যেন হত্যার উৎসব। বিচিত্র এই দেশ। সেলুকাস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.