মশা মারার অকার্যকর ওষুধ ছিটানোর কোনও দরকার নেই : কাদের

0

সিটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের নামে দায় মেটানোর জন্য মশা মারার অকার্যকর ওষুধ ছিটানোর কোনও দরকার নেই।

বুধবার (৭ আগস্ট) সকালে মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দু’চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছাবে। তাই এই সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনও প্রয়োজন নেই।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা প্রথমে তিনদিনের পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু এখন প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

রাতে ও দিনে মশারি ব্যবহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে, তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

কাশ্মীর নিয়ে ভারতের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের কোনও করণীয় আছে কি- না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.