তিস্তার পানি বিপদসীমার ২৫ সে.মি. উপরে

0

নীলফামারী: তিনদিনের মাঝারি বর্ষণ ও উজানের ঢলে আবারো ফুসে উঠেছে তিস্তা নদী। নীলফামারী ডলিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল থেকে এ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে।

পানির তোড় সামলাতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী সাতটি ইউনিয়নের কমপক্ষে পাঁচ হাজার পরিবারের বাড়ি ঘরে হাঁটু পানি উঠেছে। তাদের এখন অসহায় অব্যস্থা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুরত উজ জামান জানান, ‘গত তিন দিনের বর্ষণ ও উজানের ঢলে সোমবার সকাল ৬.৩০ থেকে থেকে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী তীরবর্তী ডিমলা উপজেলার খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, খগাখড়িবাড়ি, পূর্ব ছাতনাই, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, শৌলমারী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের পাঁচ হাজারেরও বেশি পরিবারের ঘরবাড়িতে হাঁটুপানি উঠেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এসব পরিবার পড়েছে চরম ভোগান্তিতে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.