নোয়াবের খোয়াব বন্ধে চট্টগ্রামে মতিউর অবাঞ্চিত

0

সিটি নিউজ ডেস্ক :  সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সাংবাদিক বিদ্বেষী খোয়াব বন্ধে চট্টগ্রামের বিক্ষুব্ধ সাংবাদিকরা মাঠে নেমেছেন। সমাবেশের মাধ্যমে নবমওয়েজবোর্ডের গেজেট প্রকাশের বিরুদ্ধে মামলা দায়েরকারী মতিউর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করছেন সাংবাদিক নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার ৮ আগস্ট প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন -সিইউজে’র সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে – বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী নোয়াবের গণমাধ্যমে বিদ্বেষী খোয়াব ভেঙ্গে দিতে দুর্বার আন্দোলন প্রষ্তূতির আহ্বান জানিয়ে বলেন, নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের বিরুদ্ধে মামলা টুকে মূলত রাষ্ট্রে অসন্তোষ অষ্হিরতা তৈরির অপচেষ্টা করছেন ওয়ান ইলেভেনের কুশিলব। যারা এদেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফের হাঁটু গেড়ে ক্ষমা চায়, যারা দেশবিরোধী শক্তির আঁতাতে চট্টগ্রামের ১০ট্রাক অষ্ত্র চালানের অপশক্তির সহায়ক তারা এখন নবতর ষড়যন্ত্র করছে।

সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রামের কৃতি সন্তান তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষন করে বলেন, নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ দফায় দফায় সরকার পক্ষসহ ত্রিপক্ষীয় বৈঠকৈ আলোচনার ভিত্তিতে হয়েছে। কাজেই এর গেজেটের বিরুদ্ধে অবষ্হান নিয়ে নোয়াব শুধু গণমাধ্যম কর্মীদের নয়, সরকারেরই প্রতিপক্ষ হয়েছে। সরকারি তরফ থেকেই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন। একই সাথে অষ্টম ওয়েজবোর্ড যারা এখনো বাস্তবায়ন করেনি তাদের প্রতিনিধি হিসেবে নোয়াবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আজ সময়ের দাবি।

বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজি বলেন, নোয়াবের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সবসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আন্দোলন-সংগ্রামে এক হয়ে কাজ করবে।’
সমাবেশে সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস নোয়াবের পক্ষে মামলা দায়েরকারি মতিউর রহমানকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করেন।

সমাবেশের সভাপতি মাঈনুদ্দিন দুলাল আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় যারা সাংবাদিকদের অধিকার নিয়ে ষড়যন্ত্র করেছেন তারা এখন প্রধানমন্ত্রী দেশে আশায় নিশ্চয়ই পরাভূত হবেন । বিএফইউজে’র পরবর্তী কর্মসূচির মাধ্যমে মাঠের সংগ্রামে জয হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাংগঠনিক সুত্র জানায়, বৃষ্টি উপেক্ষা করে সাংবাদিকরা সমাবেশটিতে অংশ নেন।

সিইউজে ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন দুলালের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজি, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাবেক যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, সাংবাদিক প্রীতম দাশ প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিইউজে’র সাবেক কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ ও আব্দুর রউফ পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক শোয়েব খান, খোরশেদুল আলম শামীম, আহসান হাবিবুল আলম, সুবল বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.