চট্টগ্রাম নগর জুড়ে শুরু হয়েছে এডিস মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম

0

সিটি নিউজ : চট্টগ্রাম নগর থেকে ডেঙ্গু রোগ বাহক এডিস মশার বীজ উপড়ে ফেলার ঘোষনা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির। নগরের ৪১ ওয়ার্ডের সকল নালা নর্দমা পানি জমে থাকা স্যাঁতস্যাঁতে জায়গা, নির্মাণাধীন ভবন, ঈদ-উল আযহার ছুটিতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল জায়গায় মশা নিধনে একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

বৃহস্পতিবার ৮ আগস্ট সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এডিস মশা নিধনের এ কর্মযজ্ঞ শুরু করেছেন মেয়র। একই সঙ্গে চট্টগ্রামে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এডিস মশা নিধনে কার্যক্রম শুরু করেছে।

এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনার বিষয়ে সিটি মেয়র বলেন, এ নগরে যতদিন পর্যন্ত ডেঙ্গু রোগী থাকবে ততদিন এডিস মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা নিধনে যে ঔষধ ছিটাচ্ছে তা শতভাগ কার্যকর। এটা ভারতীয় ঔষধ। চায়নার নয়।

তিনি আরও বলেন, ঔষধের কার্যকারিতা সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৩হাজার ৬শত ৪৭ জন পরিচ্ছন্নতাকর্মী ওয়ার্ডজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পালনের সাথে সাথে মশা নিধনে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণ এ ক্রাশ প্রোগ্রামে তদারকি করবেন। সারা বছরজুড়ে মশা নিধন কার্যক্রম চলবে। জননেত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে এ নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

মশা নিধন কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাস সুমন, সলিমুল্লা বাচ্চু, তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগমসহ চসিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র পরবর্তীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদলত ভবনে অনুষ্ঠিত মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.