চসিকের অভ্যন্তরে শ্রেণীকক্ষ !!

0

নাজমা জামানঃ অবিশ্বাস্য হলেও সত্য যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিসের অভ্যন্তরে ছাত্র/ছাত্রীদের শ্রেণিকক্ষ। ৩১ জুলাই সকালে আগ্রাবাদ বেপারীপাড়ায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিটি কমপ্লেক্স এর ভবনে গিয়ে দেখা গেল ভবনের ৫ম তলায় সিটি কর্পোরেশন পারিচালিত সিটি কমার্স কলেজ ও ৬ষ্ট তলায় সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৭ এর দফতর।

এই দফতরের অভ্যন্তরে ২টি শ্রেনিকক্ষে ছাত্র/ছাত্রীদের পাঠদান দিতে দেখা গেল। এই দফতরে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স গ্রহনকারীরা সেবা গ্রহন করে থাকেন। এছাড়া ৬ষ্ট তলায় উঠতে কোন লিফট না থাকায় সেবা গ্রহীতরা কষ্টভোগ করছেন।

ট্রেড লাইসেন্স এর আয়কর ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাজেট নির্ধারণ করায় সেবাগ্রহীতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সার্কেল-৭ এর রাজস্বের প্রধান কর্মকর্তাকে দফতরে পাওয়া যায়নি। তিনি কর্পোরেশনের সভায় ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.