রাজশাহীতে অজ্ঞান করে ট্রাক থেকে নিক্ষেপ

0

রাজশাহী:   পাউরুটি খাইয়ে সাত রাজমিস্ত্রিকে অজ্ঞান করে টাকা ও মুঠোফোন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীতে অজ্ঞান পার্টির সদস্যরা পরে মিস্ত্রিদের ট্রাক থেকে ফেলে দেয়।

আজ মঙ্গলবার ভোররাতে নগরের তালাইমারী এলাকা থেকে ওই সাতজনকে উদ্ধার করা হয়। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিস্ত্রিদের বাড়ি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরে। ঈদ উপলক্ষে তাঁরা গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন।

অসুস্থ ব্যক্তিদের হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, রাজশাহীর পবা উপজেলার হরিয়ান গ্রামের সোহেল রানা (২৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন ভাই আরিফ হোসেন (২৩), সোহেল রানা (১৯), মোহাম্মদ রাসেল (১৭) ও তাঁদের ফুপাতো ভাই সোহেল রানা (১৮) এবং রংপুরের মিলন (২০) ও মনিরুজ্জামান (৪০)।

আরিফের বাবা ফিটু মাঝির ভাষ্য, ভোর পাঁচটার দিকে তাঁর ভাগনে সোহেলের জ্ঞান ফেরে। হাসপাতালের এক লোকের মুঠোফোন থেকে তিনি বাড়িতে খবর দেন। তাঁর ছেলেরা দুই মাস আগে বাড়ি থেকে কাজে গিয়েছিলেন। কষ্টের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। আশা ছিল সবাই মিলে ঈদে আনন্দ করবেন।হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অসুস্থ মিস্ত্রিদের।
ভাগনে সোহেলের বরাত দিয়ে ফিটু মাঝি আরও বলেন, গতকাল সোমবার বেলা একটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে ওই সাতজন মিস্ত্রি একটি ট্রাকে ওঠেন। ট্রাকে চালক ছাড়াও আরও দুজন লোক ছিলেন। সিরাজগঞ্জ পৌঁছানোর পর তাঁরা মিস্ত্রিদের পাউরুটি খেতে দেন। খাওয়ায় পর তাঁরা অচেতন হয়ে পড়েন। রংপুরের দুজনের সিরাজগঞ্জে নামার কথা ছিল। তাঁরা সেখানে আর নামতে পারেননি। টাকা-পয়সা ও মুঠোফোন হাতিয়ে নিয়ে আজ ভোররাতে রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় তাঁদের ট্রাক থেকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.