মওদুদের আবেদন খারিজ

0

সিটি নিউজ ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতির এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের ফলে মামলাটি চলমান থাকতে আর কোনো বাধা নেই।

এর আগে, গত ১৪ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মওদুদ আহমদের লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছিলেন।

জ্ঞাত আয় বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.