প্রখ্যাত গাইনোকোলজিস্ট নূর জাহান ভূইয়ার ইন্তেকাল

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ… রাজেউন)। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভঙ্খাঙ্কী রেখে গেছেন।

বৃহস্পতিবার ২৯ আগস্ট মরহুমের প্রথম জানাজা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

নূরজাহান ভূইয়া ঢাকার বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আমিনুজ্জামান ভূইয়ার সহধর্মনী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলুর ভাবি।

ডা. নূরজাহান ভূঁইয়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । চিকিৎসা বিষয়ে গবেষণামূলক বই লিখেছেন। অনেক প্রবন্ধ বেরিয়েছে যা আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশ হয়েছে। নুর জাহান ১৯৩৯ সালের ২১ ডিসেম্বর ঢাকার ধানম-িতে জন্মগ্রহন করেন। ইডেন বালিকা উ”চ বিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাসের পর ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি নেন। এরপর লন্ডন থেকে এমআরসিওজি এবং এফআরসিওজি ডিগ্রি লাভ করেন।

১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে তার পেশাজীবন শুরু। ১৯৭২ সালে সহযোগী অধ্যাপক, ৭৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে যোগ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। মাঝখানে ১৯৮৭-৮৮ সালে কিছুদিনের জন্য বদলি হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন ডা. নূরজাহান ভূঁইয়া। এরপর হয়েছেন চমেক অধ্যক্ষ।

এ ছাড়াও ডা. নুর জাহান ভূইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, চসিক মেয়রের স্বা¯’্য উপদেষ্টা, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার চিকিৎসা বিষয়ক বই ‘ক্লিনিক্যাল গাইড টু অবসটেটরিকস অ্যান্ড গাইনোকোলজি’ শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অর্ন্তভুক্ত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.