পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সিএমপির মতবিনিময় সভা

0

সিটি নিউজঃ আসন্ন পবিত্র আশুরা ২০১৯ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে নিরাপত্তার বিষয়ে পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়। পবিত্র আশুরা সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করার লক্ষ্যে ছোরা, বল্লম, চাকু, তলোয়ার, ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ থেকে বিরত থাকা, মিছিলে বহনকারী বাঁশ/ঝান্ডার দৈঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তা কর্মী মোতায়েন করা, স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে নিজস্ব গেঞ্জি/ক্যাপ/আর্মডব্যান্ড ব্যবহার করা, সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করা এবং সন্ধার পূর্বে সকল প্রকার মিছিল শেষ করার আহ্বান জানান। পরিশেষে তিনি পবিত্র আশুরা উপলক্ষ্যে সব ধরনের পুলিশি সহায়তার আশ্বাস প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, র‌্যাব, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারী সংস্থার প্রতিনিধি ও আশুরা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.