বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তাইজুল

0

খেলাধূলা ডেস্ক : চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান একমাত্র টেস্টে সফরকারী আফগানিস্তান ধারণার চেয়ে ভাল পারফরমেন্স করলেও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথম দিন শেষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘ম্যাচের এক পর্যায়ে টেস্ট ক্রিকেটের অনভিজ্ঞতা আফগান স্পিনারদের উপর প্রভাব ফেলবে এবং সঙ্গত কারণেই সুবিধা পাবে বাংলাদেশ।’

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করা রহমত শাহর ১০২ রানের সুবাদে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২৭১/৫। যে কোন দলের জন্যই প্রথম ইনিংস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতে পারে। তবে এ নিয়ে চিন্তিত নন তাইজুল তিনি বলেন, সব কিছু নিজেদের পক্ষে নেয়ার সক্ষমতা বাংলাদেশ দলের আছে।

তিনি বলেন, ‘পিচ যদি একই রকম থাকে তবে সেটা আমাদের জন্য কঠিন হবে মনে করি না। এটা যদি ওয়ানডে কিংবা টি-২০ ক্রিকেট হতো তবে আমি তাদেরকে এগিয়ে রাখতাম। তবে এটা টেস্ট ক্রিকেট। এখানে দেখার বিষয় হচ্ছে তাদের স্পিনাররা টেস্ট ক্রিকেট কেমন করে এবং তাদের বোলাররা কতটা ধৈর্য রাখতে পারে। কারণ এটা টেস্ট ক্রিকেট। যদিও তাদের স্পিনাররা মাত্র দুটি টেস্ট খেলেছেন। আমি মনে করি না তারা অতি অসাধারণ কিছু দেখাতে পেরেছেন। সুতরাং আমরা আমাদের দলকেই এগিয়ে রাখব।’

তাইজুল বলেন, ‘আফগানিস্তান যত রানই করুক না কেন তা নিয়ে বাংলাদেশ ভীত নয়। তারা যে রান করেছে সেটা আমাদের সামর্থ্যরে বাইরে নয়। আমরা ইতোমধ্যেই উইকেটে ধাতস্থ হয়ে গেছি। উইকেট থেকে কিছু বাড়তি টার্ন পেলে তারা বিপদে পড়ে যেতে পারে। তবে যেহেতু আজ তেমন কোনো টার্ন ছিলনা তাই তারা সহজে খেলতে পেরেছে।’

স্পিনাররা উইকেট নিতে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলে অন্তত একজন পেসার রাখা উচিত ছিল কিনা। তবে কোন পেসার না রাখার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সমর্থন করে তাইজুল বলেন, ‘আমরা প্রত্যাশা মাফিক উইকেট পেয়েছি। আমাদের দলে কোন পেসার থাকলে তারা হয়তোবা তিন অথবা চার ওভার বোলিং করতেন। কেননা এ পিচে তাদের করার কিছু নেই। সুতরাং পুরোপুরি স্পিন আক্রমণ দল গঠন করাটা ভাল সিদ্ধান্ত। প্রথম দিনে উইকেটের যে আচরণ তাতে পাঁচ উইকেট নিতে পারাটা বেশ ভাল।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে একশ উইকেট শিকারের রেকর্ড গড়া এ স্পিনার বলেন, ‘উইকেটের যে আচরণ তাতে ২৭১ রানে পাঁচ উইকেট নিতে পারাটা ঠিক আছে। এমনকি তারা তিনশ’র বেশি রান করলেও আমরা বিস্মিত হতাম না।’

দেশের হয়ে নতুন রেকর্ড গড়া সম্পর্কে জানতে চাইলে হাসি মুখে তাইজুল বলেন, ‘এটা আমার জন্য আনন্দের বিষয়। এ ছাড়া আমি আর কি বলতে পারি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.