জাপা চেয়ারম্যান কাদের, বিরোধী নেতা রওশন

0

সিটি নিউজ ডেস্ক :  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের সমাধান হয়েছে ।

রওশন এরশাদ হচ্ছেন বিরোধীদলীয় নেতা আর জিএম কা‌দের জাতীয় পা‌র্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

তবে, রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাঙ্গা।

এর আগে শ‌নিবার (৭ সেপ্টেম্বর) রা‌তে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের প‌ক্ষের নেতারা দীর্ঘ বৈঠক শে‌ষে সম‌ঝোতায় উপনীত হন।

বৈঠকে রওশন এরশাদ সমর্থকদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, সেলিম ওসমান ও এস এম ফয়সাল চিশতী।

আর জি এম কাদেরের পক্ষের নেতাদের মধ্যে ছিলেন কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মাসুদ উদ্দিন চৌধুরী ও সৈয়দ আবু হোসেন বাবলা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.