কাশ্মীরে ১৩ হাজার নাবালক নিখোঁজ

0

সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ১৩ হাজার নাবালক (শিশু-কিশোর) নিখোঁজ রয়েছে।

দেশীটর প্রগতিশীল মহিলা সংগঠনের সদস্য সমাজকর্মী ও বামপন্থী আন্দোলনের নেত্রী অ্যানি রাজা এবং যোজনা কমিশনের সাবেক সদস্য সঈদা হামিদ এ দাবি করেছেন।

তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, ৩৭০ ধারা বিলোপের এই সিদ্ধান্ত কাশ্মীরের অধিবাসীদের একজোট করেছে, যাবতীয় ছোটখাটো বিভেদকে দূরে সরিয়ে দিয়েছে। সরকার তাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে অ্যানি রাজা অভিযোগ করেন, ‘যে গ্রামগুলোয় আমরা গিয়েছিলাম, সেখানকার অধিকাংশ বাড়িতে ছোট ছোট ছেলে নিখোঁজ। এদের ধরে নিয়ে গিয়েছে সেনাবাহিনী ও আধা সেনা সদস্যরা। তাদের অভিভাবকরা খোঁজ নিতে গেলে তাদের বলা হচ্ছে তিন রাজ্যের জেলে গিয়ে খোঁজ নিতে।

সূত্র: এই সময়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.