রাতারাতি বিত্তশালী হওয়ার মনোবৃত্তি আপনাকে ধ্বংস করে দিতে পারে

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, কিছু দুর্বৃত্ত আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মত বসে আছে। তারা রাতারাতি বড় লোক হতে চায়। এজন্যে হেন কোন কাজ নেই তারা করে না। ঘুষ-অর্থ লোপাট, নিয়োগ-ভর্তি বাণিজ্য, জুয়া-নারী কেলেংকারী, মানুষের জমি দখল-সম্পদ আত্মসাৎ এর মতো জঘন্য কর্মকান্ড তাদের কাছে সাধারণ ঘটনা ।

এসব কাজ করতে গিয়ে তারা আমাদের পরিবারকে, সমাজকে কুলষিত করছে। রাতারাতি বিত্তশালী হওয়ার মনোবৃত্তি আপনাকে ধ্বংস করে দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। এবারে পুজোয় দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। দেওয়ানহাট শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালি মন্দিরে সার্বজনীন দুর্গোৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু তমাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন পাল এর পরিচালনায় এ অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের কর্মসুচীর উদ্বোধন করেন দেওয়ানেশ্বরী কালী মন্দিরের সম্মানীত উপদেষ্টা শ্রী বিনোদ বিহারী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি।

ধর্মীয় আলোচনায় অংশ নেন শ্রী কুন্তল মজুমদার, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, অধ্যাপক দিলীপ দাশ, শ্যামল নাথ, বিষ্ণপদ দে। উপ¯ি’ত ছিলেন যুবনেতা আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, রহিমদাদখান বাদশা, আনিসুর রহমান মামুন, মনির আহমেদ, ইয়াছিন ভূইয়া, পূজা পরিষদের নেতৃবৃন্দ গোপাল পাল, রতন চৌধুরী, অমল সিকদার, ডা. বিপ্লব দাশ, লিটন ভট্টাচার্য্য, প্রসেনজিৎ মজুমদার, তুষার পলিত, দীপন্ত দাশ, বাণী ভৌমিক, ছোটন পাল, শুভ পাল, রুবেল মল্লিক, কর্ত্তিক সেন, সমীর দাশ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.