ঈদ উপলক্ষে ১৮শ’ স্কুল বন্ধ নিউইয়র্কে

0

প্রবাস : নিউইয়র্কে প্রথমবারের মতো ঈদুল আজহা উপলক্ষে ১৮শ’ সরকারি স্কুল বন্ধ রয়েছে। যা দেশটির মুসলমানদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার সেখানে ঈদ উদযাপিত হচ্ছে।

২০০১ সালের সন্ত্রাসী হামলার পর থেকে দেশটির মুসলমানদের বিরুদ্ধে যে নানামুখী প্রচারণা চলছিল তার মধ্যে এ সুযোগকে এক প্রকার বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মার্চ মাসে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার জন্য দুই দিনের ছুটি ঘোষণা করেন।

কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামসি আলী বলেন, ‘একজন ইমাম এবং একজন পিতা হিসেবে আমি খুবই খুশি। আমি নিশ্চিত, সরকারের এ ধরনের নীতি মুসলিমদের মধ্যে একাত্মতার অনুভূতিকে আরও দৃঢ় করবে।’

প্রসঙ্গত, এর আগে নিউইয়র্কের মুসলিম পিতা-মাতারা ঈদ উদযাপনের জন্য তাদের সন্তানদের ক্লাস বর্জন করে বাড়িতে রাখতেন কিংবা স্কুলে পাঠাতেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.