৪-১ গোলে বার্সার হার

0

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য বুধবার রাতটা চরম লজ্জারই ছিল বটে। কারণ মেসি-নেইমাররা এ দিনে সেল্টা ডি ভিগোর মাঠে গিয়েছিলেন অতিথি হয়ে। সেই অতিথিদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লজ্জায় ফেলেছে দলটি। চলতি মৌসুমে লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সার এটিই প্রথম হার।

একইদিনে অ্যাথলেটিক বিলবাওকে হারানোর সুবাদে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ১৩ পয়েন্ট নিয়ে সেল্টা উঠে এসেছে ২-এ। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে থাকা বার্সা নেমে গেছে ৫-এ।

বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড নলিতো সেল্টার হয়ে গোলের সূচনা করেছেন ২৬ মিনিটে। এরপর জোড়া গোল করেছেন ইয়াগো আসপাস। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন এই স্প্যানিশ ফুটবলার। ২-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে বার্সা।

দ্বিতীয়ার্ধেও এই ধারা অব্যাহত রেখেছে সেল্টা। ৫৬ মিনিটে সেই ইয়াগোর গোলেই আরেক দফা ব্যবধান বাড়িয়েছে সেল্টা ডি ভিগো। এরপর ৮০ মিনিটে নেইমারের গোল বার্সার পক্ষে ব্যবধান কমানো ছাড়া কোনো ভুমিকা রাখতে পারেনি। যদিও সেই ব্যবধান ৩ মিনিটের মধ্যেই আবারো বাড়িয়ে নিয়েছেন সেল্টার জন গাইদেত্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.