সম্মিলিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব

0

সিটি নিউজঃ নিরাপদ সড়ক কতদূর? এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে। এভাবেই কি চলবে দুর্ঘটনা? দুর্ঘটনার মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে? চলতি বছরের আজকের দিন পর্যন্ত সড়ক দূর্ঘটনা থেকে বুঝা যায় যে, সড়ক দূর্ঘটনা বাংলাদেশে অন্যতম জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাইসেন্স বিহীন গাড়ির দৌরাত্বে বুঝা যায় দূর্ঘটনার দায় কার? গাড়ির চেয়ে ড্রাইভারের সংখ্যা কম হওয়াতে পরিস্কার ভাবে বুঝা যায়, কিভাবে চলছে এতো গাড়ি। গাড়ির লাইসেন্স, ড্রাইভারের লাইসেন্স না থাকলে সে গাড়ি দূর্ঘটনা ঘটাবে এটাইতো স্বাভাবিক। তাই যা হওয়ার তাই হচ্ছে। প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, আবার কেউবা পঙ্গুত্ব বরণ করছে। একটি দূর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না।

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (BHRCL) চট্টগ্রাম জেলা আয়োজিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গত ২৭ অক্টোবর রবিবার বিকেল ৪টায় নগরীর একটি হোটেলে সংগঠনের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, সমাজ কল্যাণ সম্পাদক রেহেনা চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ ইসহাক, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাপ্পী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সহ সমাজকল্যান সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন, ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক আবিদা নুর, সহ শ্রম বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার নিলু, সহ দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সদস্য মনজুর আলম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.