জাতিসংঘের সংস্কার দাবি মোদির

0

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের সংস্কার দাবি করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে শনিবার বলা হয়েছে, মোদি তার ১৮ মিনিটের ভাষণে বলেন, ‘নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘে অবশ্যই আমাদের সংস্কার আনতে হবে। যাতে এটি আরও আস্থাশীল ও গ্রহণযোগ্য হতে পারে।’

প্রসঙ্গত, ভারত অনেক আগে থেকেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন সংক্রান্ত সাধারণ অধিবেশনে আগামী ১৫ বছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.