ভারতে নতুন প্রধান বিচারপতির শপথ নিলেন শরদ অরবিন্দ 

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নতুন প্রধান বিচারপতির শপথ নিলেন শরদ অরবিন্দ। ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ মাস এই পদের দায়িত্বে থাকবেন তিনি। প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশের একাধিক গুরুত্বপূর্ণ মামলার বিচারের দায়িত্বে ছিলেন বোবদে। অযোধ্যা জমির মামলায় তিনি ছিলেন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য। ২০১৭ সালে গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মামলায় বিচারের দায়িত্বে ছিলেন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগে গঠিত কমিটিতেও ছিলেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বিচারপতি বোবদে।

নিয়ম অনুযায়ী, গত ১৮ অক্টোবর পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কেন্দ্রের কাছে শরদ বোবদের নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বোবদের জন্ম ১৯৫৬ সালে নাগপুরে। এসএফএস কলেজ থেকে স্নাতক শেষে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে যোগ দেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.