সিরিয়ায় প্রথমবারের মত বিমান হামলা করল ফ্রান্স

0

সিটিনিউজবিডিঃ  সিরিয়ায় প্রথমবারের মত বিমান হামলা করল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে ‘এই অপারেশনে আঞ্চলিক সহযোগিদের সাথে ফ্রান্স সমন্বয় করছে। এর আগে ফ্রান্স প্রতিবেশী ইরাকের ওপর বিমান হামলা করেছিল। আমাদের জাতীয় নিরাপত্তা যতবার হুমকির মুখে পরবে ততবার আমরা বিমান হামলা করবো’।

এই মাসের শুরুতেই অবশ্য প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ বলেছিলেন তিনি সিরিয়াতে বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি সে সময় বলেছিলেন সিরিয়া থেকে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট সিরিয়া এবং ইরাকে এক বছরের বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে। এর আগে অবশ্য ফ্রান্স তাদের বিমান হামলার পরিধি শুধুমাত্র ইরাকের আকাশ সীমার মধ্যেই রেখেছিল।আসাদের ক্ষমতা থেকে সরে আসার ব্যাপারে যুক্তরাজ্যের মত বদল

ফ্রান্সের এই বিমান হামলার ঘোষণা এমন এক সময়ে আসলো যখন আশা করা হচ্ছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছেড়ে দেয়ার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে বদ্ধপরিকর ছিলেন তার সেই অবস্থান থেকে সরে আসবেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.