সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বন্দর নগরী- মেয়র নাছির

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, পর্যটন নগরী হিসেবে চট্টগ্রাম আজ বিশ্বব্যাপী সুপরিচিত। সমৃদ্ধি আর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। ব্যবসা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। যার প্রমাণ চট্টগ্রামে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) নেভাল এভিনিউ চিটাগাং অফিসার্স ক্লাবে রাত ৮টায় চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নব গঠিত কমিটির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন- আবাসিক হোটেল ব্যবসার সাথে পর্যটনের নিবিঢ় সম্পর্ক রয়েছে। এই সেবা ধর্মী প্রতিষ্ঠান পর্যটনের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ছালামত আলী, সালেহ আহমদ সুলেমান, মোহাম্মদ ইয়াকুব, এম. জহুর“ল ইসলাম সিদ্দিকী, মোঃ শওকত উল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাগীর (বাবু), সংগঠনের সহ সভাপতি মাহফুজুল হক চৌধুরী, লায়ন মোঃ নুরুল আবছার, কাজী মোঃ ইব্রাহীম, মুস্তাফিজুর রহমান চৌধুরী, আলহাজ্ব আবুল হোসেন, মোঃ নুরুল কবির, যুগ্ম সম্পাদক লায়ন মোঃ শফিউল আলম, সালাহ্ উদ্দীন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, অর্থ সম্পাদক মাও: আ.ন.ম. আবদুশ শাকুর, মোঃ জিয়াউর রহমান, মোঃ শফিউল আজম, মোঃ রফিক উদ্দীন, মাহমুদ আলম (পান্না), মোঃ রোকনুজ্জামান রাশেদ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.