বাঁশখালীতে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

0

বাঁশখালী প্রতিনিধিঃ ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় বাঁশখালীতে বই উৎসবে মেতেছে। সকাল থেকে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই পেতে বিদ্যালয় প্রাঙ্গনে হাজির হয়। দলে দলে সহপাঠিদের সাথে নিয়ে নতুন বই নিয়ে হাসি খুশিতে ফিরছে বাড়ি। বই উৎসবের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয়ের পাশাপাশি বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই বিতরনের আয়োজন করেন।

বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) আল বশিরুল ইসলাম ,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ,সহকারি শিক্ষা কর্মকর্তাদ্বয়,বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ,আওয়ামীলীগ নেতা শ্যামল দাশ ,মোজাম্মেল হক সিকদার, অঞ্জন চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ, হামিদ উল্লাহ, আকতার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এদিকে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, এর আগে বাঁশখালী আদর্শ উচ্চ্ বিদ্যালয়ে এবং পরে নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে অংশ গ্রহন ও বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.