ঘূর্ণিঝড় দুজুয়ানের আঘাতে নিহত ২

0

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় দুজুয়ান। এতে কমপক্ষে দু’জন নিহত এবং তিন শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার রাতে দেশটির উপর দিয়ে বয়ে যায় দুজুয়ান।

বিবিসি জানিয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৭ কিলোমিটার। এতে প্রায় এক কোটি ৮০ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ চলে যায়। কোনো কোনো স্থানে একদিনে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা দেশটির বাৎসরিক বৃষ্টিপাতের তিন ভাগের এক ভাগ।

এ ছাড়া পূর্ব সতর্কতা হিসেবে আগের দিনই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। খবরে বলা হয়েছে, রবিবার দেশটির গ্রিন আইল্যান্ড ও অর্কিড আইল্যান্ড থেকে তিন হাজার পর্যটক সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া সোমবার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় চার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। সেইসঙ্গে পূর্ব প্রস্তুতি হিসেবে কয়েক হাজার সেনা প্রস্তুত রাখা হয়।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফুজিয়ানায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়।

ঘূর্ণিঝড়ের কারণে তাইওয়ানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তেমনি বিমান ও রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.