বাঁশখালী বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা শুরু

0

বাঁশখালী প্রতিনিধি  :  বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা গতকাল বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে শুরু হওয়া উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের আলাদা আলাদা স্টল ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তুলে ধরা হচ্ছে। উন্নয়ন মেলা উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের উদ্যোগে আলাদা আলাদা স্টল করা হয়। উন্নয়ন মেলার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য, যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, যুগ্ম আহবায়ক ও এমপি’র একান্ত সচিব তাজুল ইসলাম, জলদী রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল চন্দ্র দাশ, কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান চৌধুরী, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সর্বত্র ছড়িয়ে দিতে সাধারণ জনগণের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.