হাজিরা দেশে যেতে দেরি করলে ১লাখ রিয়াল জরিমানা

0

মোরশেদ রানা, সৌদিআরব : সৌদিআরবে হজ করতে আসা হাজিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো হাজি সৌদি আরবে অবস্থান করেন তাকে ১ লাখ সৌদি রিয়ালে জরিমানা দিতে হবে ।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা প্রায়। জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি অভিবাসন দপ্তর।

অভিবাসন দপ্তর থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নিয়ে কাজ করে এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে একটি নির্দেশনা দিয়েছে সৌদির জাতীয় অভিবাসন দপ্তর। সংশ্লিষ্ট সব রিক্রুটিং প্রতিষ্ঠানকে হাজিদের নিজ নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। তা নাহলে প্রত্যেক হাজিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।

এতে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীর অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এ জরিমানা আরো বাড়বে। এ জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সৌদি নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার আরব নিউজ এ খবর জানিয়েছে।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.