বদি ভান্ডার দরবারে ৫০তম ওরশে শিক্ষাসামগ্রী,চাল বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

চন্দনাইশ,সিটি নিউজ :  চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে গাউছে জামান সুলতানুল আউলিয়া শাহছুফি হযরত মৌলানা সৈয়দ বদিউল আলম শাহ (রহ.) প্রকাশ (ইমাম ছাহেব) বদি ভান্ডার দরবারে মহান ১১ই ফাল্গুন সোমবার ২৪ ফেব্রুয়ারি ৫০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
একই দিনে গাউছিয়া রহমানিয়া ফয়জিয়া বদিয়া খেদমত কমিটির উদ্যোগে মহান এ আধ্যাত্মিক অলি আউলিয়ার ওরশ শরীফ উদযাপন করেন কর্ণফুলী বড় উঠান এলাকায়।

বদি ভান্ডার দরবারের শাহাজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে ওরশ শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন পটিয়া সাতগাছিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা শাহ্ সূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা.জি.আ)।

প্রতি বৎসরের ন্যায় নানা কর্মসূচীর মধ্যে পালিত হয়েছে বাদে ফজর খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ,দুস্থদের মাঝে চাল বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, বাদে যোহর সপ্নযাত্রী ফাউন্ডেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও আধুনিক দন্ত চিকিৎসালয়ের ডেন্টিস্ট স্বপন দে সহযোগিতায় দন্ত চিকিৎসা কর্মসূচি পালিত হয়। বাদে আছর পবিত্র গেয়ারভী শরীফ,বাদে মাগরিব নাতে রসূল পরিবেশনা,বাদে এশা মিলাদ মাহফিলের পর জিকির ও ছেমা মাহফিল,এরপর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনায় এবং সর্বশেষ তবারুক বিতরণ করা হয়েছে ।

চন্দনাইশ বরকল বদি ভান্ডার দরবারের শাহাজাদা ও বদি ভান্ডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম সরওয়ার’র পরিচালনায় মহাসমারোহে ওরশ উদযাপন কমিটির পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,খন্দকারপাড়া জামে মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, বরকল ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা সোলেয়মান খান,আলহাজ্ব জফরুল আলম, জাহাঙ্গীর উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ হারুনুর রশীদ, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব দিদারুর রশীদ কাজেমী,জাবেদ হোসেন চৌধুরী টিপু, কলামিস্ট মোহাম্মদ শহীদুল ইসলাম, তরুণ সংগঠক আরফাত রহমান রাশেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মো:ছাদেক, মন্জরুল ইসলাম, খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ,সাখাওয়াত ইসলাম সুমন, হাফেজ মো: আনিসুর রহমান,ক্বারী মওলানা মোহাম্মদ আকবর, মওলানা মোহাম্মদ এনাম,হেশামুল আলম বাপ্পু, মোহাম্মদ সাইফু, শের মাহমুদ,শওকত, আবিদ বিন হারুন তারেক, রোমেল,রিয়াদ,সাইদ,বাবু, রিদওয়ান মোস্তাফা ছোটন,ফয়সাল ও কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.