মন্ডপে মন্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি

0

জুয়েল মল্লিক, চট্রগ্রাম : অল্প কিছুদিন পর শুরু হতে যাচ্ছে হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। এই মাসের ১৮ অক্টোবর থেকে দেবীর বোধনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হতে যাচ্ছে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এই প্রধান উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন আমেজ বইতে শুরু করেছে।

প্রতিবছরের ন্যায় এবারও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্গাপুজোর ব্যাপক প্রস্তুতি। নর-নারী, তরুণ-তরুণী এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় দেবীর আগমনের প্রতিক্ষার প্রহর গুন্ছে ।

শারদীয়া দুর্গা উৎসবকে ঘিরে প্রতিমা তৈরী নিয়ে মহাব্যস্ত সময় পার করতেছে মৃৎশিল্পীরা। কাদা-মাটি, খড়-কাঠ আর প্রতিমা নিয়েই এখন দিন-রাত কাটছে তাদের। মন্ডপে মন্ডপে আনন্দের সাথে চলছে প্রতিমা র্নিমাণের কাজ। যতই দিন ঘনিয়ে আসছে ততই মৃৎশিল্পীরা নিখুঁত রং তুলিতে দেবীকে অপরুপ সাজে সাজিয়ে তুলছেন।মন্ডপে মন্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি

গ্রাম-শহর, নগর বিভিন্ন বাসা-বাড়ী’র পারিবারিক মন্দির গুলোতেও দূর্গা প্রতিমা তৈরী কাজে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। হরধুম এ চলছে পুজার অন্যান্য কাজও।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন জানান, চলতি মাসের ১৮ অক্টোবর ষষ্ঠিপূজার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্ম্মালম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব । ১৯ অক্টোবর সপ্তমী, ২০ অক্টোবর অষ্টমী, ২১ অক্টোবর নবমী, ২২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব।

…………….জুয়েল

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.