নেপালী প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

0

আন্তর্জাতিক ডেস্ক :: নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার পার্লামেন্টে তিনি বলেছেন, প্রেসিডেন্ট রাম বরন যাদবের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেবেন।

তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর জন্য সুযোগ তৈরি করতেই তিন পদত্যাগ করছেন। কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান খাজা প্রসাদ শর্মা ওলি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি নেপালে যে নতুন সংবিধান অনুমোদিত হয়েছে, তার মাধ্যমে হিন্দু রাজতন্ত্র থেকে দেশটি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিকে পরিণত হয়েছে। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নেপালী কংগ্রেস প্রধান কৈরালা। একই বছরের ১৪ মার্চ ঘোষণা করেন, নতুন সংবিধান পাস হলেই তিনি পদত্যাগ করবেন।

নতুন সংবিধান অনুযায়ী দেশটিতে নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। প্রেসিডেন্ট রাম বরন যাদব পদত্যাগ করলে প্রেসিডেন্ট পদের জন্য চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.