রাশিয়ার সবাই সন্ত্রাসী, হোয়াইট হাউজে ওবামার

0

আন্তর্জাতিক ডেস্ক :  হোয়াইট হাউজে এক সংবাদসম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন রাশিয়ার সবাই সন্ত্রাসী  । সেই সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র বলে পরিচিত রাশিয়া ও ইরানের জন্য বিপদ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

এসময় তিনি মন্তব্য করেন, সিরিয়ায় রুশ হস্তক্ষেপ আসলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী মধ্যপন্থী পক্ষকে আত্মগোপনে পাঠানোর একটা প্রক্রিয়া। এতে ইসলামিক স্টেট (আইএস) আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

ওবামা বলেন, সিরিয়ার মূল সমস্যা আসলে আসাদ নিজেই। তিনি দেশটির জনসাধারণের ওপর নির্যাতন চালাচ্ছেন, যা অবশ্যই থামাতে হবে। আসাদের নির্যাতনের শিকার এমন কাউকে ধ্বংসপ্রক্রিয়ায় অংশীদার হবে না যুক্তরাষ্ট্র।

এদিকে, সিরিয়ার বিরোধী ও অন্যান্য পক্ষও অভিযোগ তুলেছে, রুশ অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামিক স্টেট নয় এমন বিদ্রোহীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.