লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের তল্লাশী

0

লোহগাড়া প্রতিনিধিঃ চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লোহাগাড়ায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষে চলছে পথচারী ও বিভিন্ন বাহনে ব্যাপক তল্লাশী।

শনিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর ষ্টেশনসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে এ তল্লাশি লক্ষ্য করা গেছে।

শুধু তাই নয়, প্রাইভেট গাড়ীতে লোকাল যাত্রী পরিবহন ও মোটরসাইকেল থামিয়েও জানতে চাওয়া হয়েছে ‘কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছেন’। আবার সন্দেহাতীত হলে এসব গাড়িগুলোকে থামিয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) নজরুল ইসলাম বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অহেতুক লোকজন যেন চলাফেরা না করে এবং বিনা কারণে কেউ যেন রাস্তায় চলাফেরা না করে সেজন্য থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সড়কে শুধুমাত্র জরুরি সেবা প্রদানকারী গাড়িগুলোকেই যেতে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.