গণসংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি : ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতির পর শনিবার দুপুর ১টার পর হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি আগেই নিয়েছিল তার দল আওয়ামী লীগ।
এই সংবর্ধনার অংশ হিসেবে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

বাদক দল নিয়ে অবস্থানকারী এই নেতা-কর্মীদের হাতে রয়েছে শেখ হাসিনার নামে স্লোগান, হাতে রয়েছে অভিনন্দনবাণী সম্বলিত প্ল্যাকার্ড -ফেস্টুন।
বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

ঢাকায় পৌঁছে গণসংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী সিলেটে যাত্রাবিরতির সময় স্থানীয় তিন সংসদ সদস্য এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে যাত্রা পথে সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতি করেন তিনি।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.