নওফেলও চালু করলেন মধ্যবিত্ত পরিবারের জন্য ‘জরুরী সেবা’ 

0

সিটি নিউজঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় চট্টগ্রামে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি সংকটে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলোও।তাদের পাশে দাঁড়াতে এবার জরুরী সেবা (০১৩১৮৩২৬০১৬) চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের সাংসদ ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরতে শুরু করেছে বাংলাদেশে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরকারী ছুটি ঘোষনা হওয়ার পর স্বাভাবিকভাবে কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া মানুষ। চট্টগ্রাম মহানগরে এমন কর্মহীন গরীব-অসহায়-দুঃস্থ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান পৌঁছে দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও করোনা দূর্যোগের এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।’ কিন্তু মধ্যবিত্তরা কিছু পাচ্ছেন না। তারা হাত পেতে কিছু চাইতেও পারতেছেন না।

তিনি বলেন, মঙ্গলবার ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মধ্যবিত্ত পরিবারগুলোর দিকেও খেয়াল রাখতে। বিশেষ করে যারা হাত পেতে কিছু চাইতে পারেন না। এজন্য আমি জরুরী ভিত্তিতে তাদের পাশে থাকতে একটি হটলাইন চালু করেছি।’

তিনি মধ্যবিত্ত পরিবারের সদস্যদের প্রয়োজনে জরুরী সেবা নম্বর ০১৩১৮৩২৬০১৬ তে ফোন করতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘এ জরুরি নম্বরে কল দিয়ে সেবাগ্রহণকারীর পরিচয় প্রকাশ করা হবেনা।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.