মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টাইনে !

0

সিটি নিউজ ডেস্কঃ  জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টাইনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে চারজন টেকনোলজিস্ট। এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ছয়জনের শরীরে করোনা শনাক্তের পর আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। এরপর একমাস ৯ দিনে আজ বৃহস্পতিবা (১৬ এপ্রিল) পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। মৃত্যু হয়েছে ৬০ জনের। সুস্থ হয়েছেন ৫১ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.