চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

0

সিটি নিউজঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্র্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এ সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে কোন ক্ষয়ক্ষতি হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকান৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

চট্টগ্রামের আবহাওয়া বিভাগ ভূমিকম্প অনুভুত হওয়ার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। যার উৎপত্তি স্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ পূর্ব নেপালে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৭। রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কি.মি. পূর্বে সিন্ধুপালচক জেলায় কম্পনের উত্‍পত্তিস্থল ছিল বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.