চিকিৎসকদের বাসা ছাড়তে বললে পুলিশকে জানান

0

সিটি নিউজঃ চিকিৎসক ও চিসিৎসাসেবীদের পাশে রয়েছে চট্টগ্রাম মেট্টেপলিটন পুলিশ (সিএমপি)। কোন বাড়ীওয়ালা বাসা/বাড়ী ছাড়তে বললে সিএমপির হটলাইনে ফোন করতে বলেছে সিএমপি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপির গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চিকিৎসক ও চিকিৎসাসেবীদের এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত্রি কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালা সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণকে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছে। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্যও চাপ দিচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। ভুলে গেলে চলবে না যে, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো।

সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের প্রতি অনুরোধ যদি কোন বাড়িওয়ালা এরূপ আচরণ করেন, দয়া করে আপনারা আমাদের সিএমপির হটলাইনে ফোন করে তথ্য দিন এবং মাননীয় পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আশ্বস্ত করা যাচ্ছে যে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

★সিএমপি হটলাইন (চট্টগ্রাম মহানগর এলাকা): ০১৪০০-৪০০৪০০ / ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.