‘হত্যাকাণ্ড সুপরিকল্পিত, খুনীরা ধরা পড়বে এবং বিচারও হবে’

0

সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় দুই বিদেশী নাগরিকের হত্যাকাণ্ড সুপরিকল্পিত। খুনীরা ধরা পড়বে এবং তাদের বিচারও হবে।
গণভবনে রবিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বের শুরুতে দুই বিদেশী নাগরিকের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি দৈনিক পত্রিকার সম্পাদকের প্রশ্নের জবাবে মন্তব্য করেন শেখ হাসিনা।

গত সোমবার রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালিয়ান নাগরিক সিজার ও শনিবার রংপুরে মুখোশধারীদের গুলিতে মারা যান জাপানী নাগরিক হোচি কোনিও। দুই বিদেশী খুনের দায়ভার স্বীকার করে টুইট করেছে ইসলামিক স্টেট বা আইএস।

প্রশ্নোত্তর পর্বে আইএস এর নাম উচ্চারণ না করলেও, দুই বিদেশী নাগরিকের খুনীদের গ্রেফতার ও বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খুনীরা ধরা পড়বে। বিচারও হবে। তাদের বিচারিক ব্যবস্থা আর আমাদের বিচারিক ব্যবস্থা আলাদা। তারাতো ধরা পড়লে গলা কেটে দেয়। আমরা তো এমন করলে আপনারা বলবেন, গেল গেল সব গেল।’

ইরাক ও সিরিয়ায় গত কয়েক বছরে সাংবাদিক, সেনা সদস্য ও কয়েকজন এনজিও কর্মীকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করে আলোচনায় আসে আইএস। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

ইতালিয়ান নাগরিক হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চারটা গুলির একটাও মিস হয়নি। তাহলে এটা সুপরিকল্পিত।’
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশে না আসার বিষয়েও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘তাদের দেশে (অস্ট্রেলিয়া) সম্প্রতি গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। আমেরিকার একটি কলেজেও গুলিতে দশজন মারা গেছে। তারা কী তাদের দেশে রেড এলার্ট ঘোষণা করেছে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছোট ভূখণ্ড। আমেরিকার ৫২ স্টেটের একটা স্টেটের সমান বাংলাদেশ। আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট নাজমুলকে রাস্তায় হত্যা করা হয়েছে। কানেকটিকেটে আমাদের যু্গ্ম সাধারণ সম্পাদককে হত্যা করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ট্যাক্সিচালক খুন হয়েছে। মিডিয়া কিন্তু এসব হাইলাইট করে না। এখানে একটা ঘটনা ঘটলে আমরা খুব সেনসিটিভ হয়ে যাই, মনে হয় সব অর্জন হারিয়ে গেল। আমরা মানসিক দৈন্যতায় ভুগি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.