সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের কর্মচারীদের মানবতায় আমরা ‘উপহার’ প্রদান

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামে করোনা মোকাবিলায় সরকারের নির্দেশে দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ১৮০ কর্মচারীকে মানবতায় আমরা সংগঠন এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দেগতা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট মালিক ব্যবসায়ী সমিতি সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, মোঃ শাহাদাৎ পাটোয়ারী স্বত্বাধিকারী গ্লোবাল মোবাইল টেক, সঞ্জয় চৌধুরী স্বত্বাধিকারী মোবাইল নেট, বখতিয়ার উদ্দিন স্বত্বাধিকারী জেড এম। এছাড়া মার্কেট ও সংগঠন এর অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের দুর্যোগ মহামারিতে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট বন্ধ থাকায় কর্মচারীদের জন্য মানবতার কাজে সার্বিক সহযোগিতা করেছেন ইসমাইল হোসেন নিউটন ম্যানেজিং ডাইরেক্টর জে এইচ ট্রেডিং প্রা: লি:, সৈয়দ মোশারফ আলী সিইও ত্রিমাত্রিক আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার, হাছান দস্তগীর আজাদ সাবেক সিনিয়র সহ সভাপতি সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, আলহাজ্ব নুরুল আলম সাবেক সাধারণ সম্পাদক সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, আলহাজ্ব ইব্রাহিম ভূঁইয়া সাবেক সাধারণ সম্পাদক সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, নাসির উদ্দীন স্বত্বাধিকারী নোভা সু, হানিফ পেয়ারু স্বত্বাধিকারী গোল্ডেন আই, মাকসুদুর রহমান মোহন স্বত্বাধিকারী এ জে এন্টারপ্রাইজ, মাকসুদুর রহমান পারভেজ স্বত্বাধিকারী ভয়েজ ক্লাব, বখতিয়ার সুমন স্বত্বাধিকারী মিনি ফ্যাশন সহ আরো অনেকে।

কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের পর নেতৃবৃন্দরা জানান এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা এই পর্যায়ে বাদ পড়েছেন আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

মানবতায় আমরা আপনাদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ। যতটুকু আমাদের সামর্থ্য কুলাবে সকলের প্রচেষ্টায় সহোযোগিতা করবো।

শেষে ধন্যবাদ জানান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ রাসেল , ইমরান আহমেদ , ইব্রাহিম শিপন , মঞ্জুর আলম , জুনায়েদ, রুহুল আমীন, আজিম উদ্দিন, খায়রুল ইসলাম, নূর করিম , কবির আহমেদসহ উপস্থিতি সবাইকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.