দুর্যোগকালে যোগ্য নেতৃত্বের পরিচয় মেলে-রেজাউল করিম

0

সিটি নিউজ ডেস্ক : সামাজিক সংগঠন আমাদের আলোকিত সমাজ চট্টগ্রামের উদ্যোগে আজ নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল।প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ,১৪ দলের নেতা মিতুল দাশগুপ্ত,৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ সরওয়ার্দী,ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী,জালালাবাদ ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলার প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম। যুগ্ম সম্পাদক এডভোকেট শাহরিয়ার তানিমের পরিচালনায় এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল জব্বার, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,আলমগীর আলম, আশরাফুল গনি চৌধুরী,শওকত হোসেন,ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল রাজীব, সাধারন সম্পাদক কাজী কামাল, ভাইস চেয়ারম্যান মোঃ মিথুল দাস, নজরুল ইসলাম, নুরুজ্জামান যুগ্ম সম্পাদক গৌতম হালদার, শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম,ইয়াছিন ভুইয়্যা,ইমরান মাহমুদ রনি, ইশতিয়াক চৌধুরী,শামসুল ইসলাম মিঠু,ইখতিয়ার হোসেন রনি, মোহাই মিনুল, রুমি,সাগর মাহমুদ প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যের রেজাউল করিম চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগেও বহুবার সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।এবার করোনা মোকাবিলায় উনার নানা পদক্ষেপে যেমনি আক্রান্তের হার ছিল সহনীয় পর্যায়ে তেমনি মৃত্যু হারও ছিল বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম।লকডাউন-স্বাস্থ্যসেবায় এবং অভ্যন্তরীণ বিষয়ে গৃহিত পদক্ষেপগুলোতেও তিনি সুনাম অর্জন করেছেন।তিনি দক্ষ রাষ্ট্রনায়কের স্বাক্ষর রেখেছেন।দুর্যোগ মোকাবিলা একটা চরম সফলতা ।

দুর্যোগকালে যোগ্য নেতৃত্বের পরিচয় মেলে ।শেখ হাসিনা তার জলন্ত দৃষ্টান্ত।সভাশেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে আগত কিছু মানুষের হাতে খাবার তুলে দেন।পরে খাবারগুলো বাহক দিয়ে বিভিন্ন স্থানে পৌছে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.