যে কারণে ধুমপানে আগ্রহী…

0

লাইফস্টাইল: অত্যধিক ধূমপানের কারণ মানুষের শরীরে থাকা বিশেষ এক ধরনের জিন। মানবদেহে এই জিনের উপস্থিতির কারণে কিছু কিছু মানুষ সিগারেটের নেশায় অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে পড়েন।

সম্প্রতি ব্রিটেনের এক দল বিজ্ঞানী এমনই তথ্য জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যান্সেটে।

প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেন, সারা জীবন ধরে ধূমপান করার পরেও কোনো কোনো মানুষের ফুসফুস অনেক ভালো থাকে। এর মূল কারণ মানবদেহে থাকা বিশেষ ধরনের জিন। ওই জিনের কারণে ধোঁয়া ডিএনএ-তে পরিবর্তনের ফলে ফুসফুসের শক্তি বৃদ্ধি পায়।

ফলে সারাজীবন ধূমপান করেও কিছু মানুষের ফুসফুসের কোনো ক্ষতি হয় না। বরং আরও শক্তিশালী হয়। তবে ফুসফুস সুস্থ্য রাখতে ধূমপান থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ ধূমপান।

ব্রিটেনে ৫০ হাজারের বেশি মানুষের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.