কম সময়ে পাবলিক পরীক্ষা নেওয়ার উপায় খুঁজছেন মন্ত্রী

0

শিক্ষাঙ্গণ : পদ্ধতি পরিবর্তন করে কম সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে রবিবার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান মন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষা পদ্ধতি আমাদের জন্য একটা বিরাট সমস্যা। দেড় মাস এসএসসি, পৌনে দুই মাস এইচএসসি। এত দিন পরীক্ষা? ক্লাস হয় না। এই বছর তিন মাস ধর্মঘটের জন্য ক্লাস হয়নি। ছেলেমেয়েদের রেজাল্ট খারাপ হয়েছে।’

‘তাই পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য আমরা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কিভাবে কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যায় আমাদের এক্সপার্টরা তা বের করবেন’- বলেন নাহিদ।

অষ্টম পে-স্কেল নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৬ অক্টোবর শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসব। আলোচনার মধ্যেমেই এ সমস্যার সমাধান হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.