সংক্রামন নিয়ন্ত্রনে সামাজিক দুরত্ব বজায় রাখুন- ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বক্সিরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রাক্কালে সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন,সরকার সংক্রমন ঠেকাতে ব্যবসা-বানিজ্য,হাট-বাজার,ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে।

দেশি-বিদেশী গবেষনা সংস্থাগুলো মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে ব্যাপক সংক্রামনের ভবিষৎ ধারণা করলেও এখন পর্যন্ত এদেশে করোনা ভয়াবহ রুপ নেয়নি। সংক্রামন নিয়ন্ত্রনে আমাদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. আব্বাস উদ্দিন এর উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও সেহেরী উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাজ্বী মোঃ খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ জাহাঙ্গীর আলম, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নেছার আহমেদ,সাবের আহমদ, শেখ নাছির আহমেদ,বখতেয়ার ফারুক আশরাফুল গণি।বক্তব্য রাখেন আছাদগঞ্জ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, এম.কে.আলম বাসেদ, নগর কৃষকলীগের সদস্য হাজ্বী আবু তাহের, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক তাপস দাশ, সাংগঠনিক সম্পাদক এস.এম. জয়নাল আবেদীন, অপু দাশ, ওয়ার্ড যুবলীগ নেতা রূপন ভট্টাচার্য, রফিকুল ইসলাম রুবু, তাপস কান্তি, মোঃ সালাউদ্দিন, মোঃ ইব্রাহিম, কাজ্বী জি.এম. মানিক, দিদারুল ইসলাম বাবুল, এস.এম. নাসির উদ্দিন, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের এ.জি.এস. নোমান সাইফ, ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী, মাঈন উদ্দিন, নিজাম উদ্দিন নিয়াজ প্রমুখ।

আলোচনা সভা শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে কয়েকজন নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

পরে নির্ধারিত পরিবারের বাসায় খাদ্যসামগ্রীগুলো পৌছে দেওয়া হয়।মোট একশ পরিবারের মাঝে নানাপদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.