প্রফেসর আনিসুজ্জামান এর মৃত্যুতে চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দ-র শোক

0

সিটি নিউজ ডেস্ক :   পাঁচ দশকের বাংলাদেশ বিনির্মাণে মননশীলতার অগ্রযাত্রায় অবদান স্মরণ –

জাতীয় অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দ।

‘পেশাজীবী সমাজের প্রধানতম অভিভাবক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সশস্ত্র এই মুক্তিযোদ্ধার মহাপ্রয়াণে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে’ উল্লেখ করে এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামে পেশাজীবী নেতৃবৃন্দ বলেছেন, সশস্ত্র যুদ্ধ শুধু নয়, যুদ্ধ পরবর্তী বিগত পাঁচ দশকের বাংলাদেশ বিনির্মাণে মননশীলতার অগ্রযাত্রায় এই কৃতি পুরুষের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ‘

বিবৃতিতে গভীর শোক ও শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম’র উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ডঃ অনুপম সেন, সভাপতি প্রফেসর ডঃ একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহ-সভাপতি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডীন ড. সেকান্দর চৌধুরী, প্রফেসর ডঃ জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি যথাক্রমে অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক ও মোস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইন্দ্রজিৎ কুন্ড, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আইইইবি চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মো. চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বেগম সৈয়দা তাহেরা, সাবেক কাউন্সিলর নারী নেত্রী রেহানা বেগম রানু , নারী নেত্রী মনিকা ভট্টাচার্য, মরিয়ম ইসলাম, খেলাঘরের চট্টগ্রাম মহানগরীর মোরশেদুল আলম চৌধুরী, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়েরর অধ্যক্ষ আনোয়ারা বেগম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক জাফর আহমেদ সাদেক, নজরুল সঙ্গিত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর আহবায়ক পিনাকী দাশ, বঙ্গবন্ধু পরিষদের শাবানা বানু, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শৈবাল দাস সুমন, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার যুগ্ম-সম্পাদক আবৃত্তিকার রাশেদ হাসান, নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার, পেশাজীবী নেতা অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, চন্দন বিশ্বাস, কবি ও আইনজীবী তুতুল বাহার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ,বাংলাদেশ শিক্ষক সমিতির আবু আহমেদ, সম্মিলিত আবৃত্তি জোটের মিলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম , বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা ইমরান সোহেল, শিল্পী লোপর্না মুৎসুদ্দি, আবৃত্তিকার জাভেদ হোসেন, তৈয়বা জহির আরশি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, সংগঠক আসিফ ইকবাল, ইমরান সোহেল, ব্যাংক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পীযুষ কান্তি বিশ্বাস, ব্যান্ড শিল্পী ইকবাল হোসেন, ,শিল্পী কাবেরী আইচ, মিন্টু দাশ, শ্রুতি অঙ্গনের লিটন দাশ, শিল্পী জয়া দত্ত , সাদিয়া, তিন্নি, অভিজিৎ কর, ছোটন, সৈকত, ফাইট ফর ওমেন রাইটস এর সদস্য পারভীন আকতার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.