আম্ফান মোকাবেলায় নগরে ৫ টি নিয়ন্ত্রণ কক্ষ

0

সিটি নিউজঃ সুপার সাইক্লোন আম্পান আঘাত হানার আগেই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম নগরে অন্ত্ত ৫ টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইতোমধ্যে আবহাওয়া অফিস পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।

সম্ভাব্য্ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশ, সিএমপি, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এসব নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্টরা জানতে পারছেন বিভিন্ন তথ্য, উপাত্ত। নিতে পারছেন জরুরি সেবা। চট্টগ্রামের  নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগের টেলিফোন নাম্বার তুলে ধরা হলো-

চট্টগ্রাম জেলা প্রশাসক

জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৩১-৬১১৫৪৫, ০১৭০০ ৭১৬৬৯১।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

সিএমপির দামপাড়া সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর: ০১ ৪০০ ৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: ০৩১-৭১৬৩২৬, ০৩১-৭১৬৩২৭।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)

চসিকের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি নিয়ন্ত্রণ কক্ষ। নৌ বিভাগ (০৩১ ৭২৬৯১৬), পরিবহন বিভাগ (০৩১ ২৫১৭৭১১) ও সচিব বিভাগ (০১৭৫১ ৭১৩০৩৭)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.