করোনায় চবিতে শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

0

সিটি নিউজঃ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবরিনা ইসলাম সুইটি নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন।

গতকাল (শনিবার) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চবি সুত্র জানায়, চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার রাত দশটার দিকে মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। এ সময় আইসিইউর প্রয়োজন থাকলেও কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। পরে রাত ২ টা ৪৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়েই মারা যান চবির সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি।

আজ বাঁশখালী উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।

এদিকে একইদিন দুপুরে চবি প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী হুমায়ুন কবির ভুঁইয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চবির নাট্যকলা বিভাগের সহকারী গ্রন্থাগারিক মাহবুবুল আলম মাসুম করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোদ্দাচ্ছির হোসাইনের বাবা শনিবার রাত সাড়ে বারোটায় করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফরিদা নাসরিনের বাবাও মারা গেছেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.